Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে বন্ধু মহল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

এখন সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:৫০:২৬ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, শরীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে তা কিন্তু এই তরুণ প্রজন্মের জন্য। তাই আগামী দিনে সুস্থ ও মেধা সম্পন্ন জাতি গঠনে খেলাধুলায় সব শ্রেণীপেশার মানুষকে সহযোগিতা করতে হবে। সরকার খেলাধুলার মান উন্নয়নে নানা ধরণের কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারকে আগামীতে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। তিনি শুক্রবার বিকালে ফুলতলার রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে ফুলতলার বন্ধু মহলের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফুলতলার বন্ধু মহলের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফুলতলা বন্ধু মহল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বন্ধু মহল ফুটবল একাদশ ৪-১ গোলের ব্যবধানে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সুজন ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।  ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ আসিফ ইকবাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, ওসি মোহাম্মদ আব্দুল হক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, শিল্পপতি মোঃ জহির উদ্দিন ভুইয়া রাজীব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন আহমেদ ভুইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, এস রবীন বসু, এস কে মিজানুর রহমান, শহিদুল্লাহ প্রিন্স, ক্রিড়াবিদ তারেক হাসান নাইচ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান বাবু, আজিবর হোসেন ও পারভেজ। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)