কালীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০১:৩১:২৬ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের যুদ্ধকালীন তাঁদের বীরত্ব গাথা তুলে ধরেন। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ছিল এই আয়োজন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তযোদ্ধা কাউন্সিলের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং যুগ্ম সচিব শাহ আলম সরদার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প কমিটির পরিচালক ড. মুহাম্মদ নুরুল আমিন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের যুদ্ধকালীন গল্প শোনান বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, লিয়াকত আলী, সিদ্দিকুর রহমান প্রমুখ। শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।