যশোরে ‘গ্রামীণ নারী উদ্যোক্তাদের ই-কর্মাস সহায়তায় তথ্য আপার’ দিনব্যাপী সেমিনার

এখন সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৩, ১০:৩৫:৪৯ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে ‘গ্রামীণ নারী উদ্যোক্তাদের ই-কর্মাস সহায়তায় তথ্য আপার’ দিনব্যাপী সেমিনার হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদের হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য আপা প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) শাহনাজ বেগম নীনা। তিনি বলেন, তথ্য আপার লাল সবুজ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়া যায়। এভাবে উদ্যোক্তারা সাবলম্বী হবে। হবে পণ্যের মান ভাল ও প্যাকেজিং দৃষ্টিনন্দন হতে হবে। যাতে ক্রেতার কাছে গ্রহণ যোগ্যতা পায়। শুধু প্রচার করলে হবে না, পণ্যের মান ভাল হওয়া লাগবে। সেই সাথে সঠিক সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য আপা প্রকল্পের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এসএম নাজিমুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক (ট্রেনিং ও মনিটরিং) লোকমান হোসেন, যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা মিলি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন ই পল্লীর ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, কমজগত টেকনোলজিস লিমিটেডের সিওও নাজমুল আহসান প্রমুখ।