সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৬ জন কারাগারে

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০২:৫২:৩৯ এম

 

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের মরাপশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক),  বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জাল পায় বনরক্ষীরা। তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলো, মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫), সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), লিটন হাওলাদার (২৬), বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করছে জেলে নামধারী একদল দুর্বৃত্ত। তাদের কোনভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার বিষ দিয়ে মরাপশুরের খালে মাছ শিকার করছিলো একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয়জনকে আটক করে।

বিষ দিয়ে মাছ শিকারের প্রসঙ্গে জানতে চাইলে আটক ফরিদ হাওলাদারের ভাই চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হাওলাদার বলেন,  যে যেমন কর্ম করবে, তার তেমন ফল ভোগ করতে হবে। আমি কোন অন্যায়কে সমর্থন করি না।