প্রেসবিজ্ঞপ্তি: যশোরে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে কাঠেরপুল যুব সংঘের আয়োজনে কেককাটা, সালমান শাহের সিনেমা প্রদর্শন ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমান ভক্ত অংশ নেন।
সংগঠনের পরিচালক শিমুল ভুইয়া জানান, ১৯ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে তারা রাত ১২ টা ১ মিনিটে কেক কাটেন। এছাড়া এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে সালমান শাহের কেয়ামত থেকে কেয়ামত সিনেমা ও সালমান শাহের অভিনীত সিনেমা প্রদর্শন করা হয়। পরে সালমান স্মরণে আলোচনা সবশেষে প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। আলোচনা সভায় সালমান হত্যার ন্যায় বিচারের দাবি জানানো হয়।