Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জ প্রেসক্লাবের মাসুম সভাপতি বাপ্পা সম্পাদক

এখন সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি , ২০২৬, ১১:৩৯:০১ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মশিউর রহমান মাসুম (দৈনিক খুলনা গেজেট) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল হোসেন বাপ্পা (দৈনিক কালের কণ্ঠ, জিটিভি ও ঢাকা মেইল)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার এইচএম মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক গনেশ পাল।
এর আগে ৩১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি এইচ এম মইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নবগঠিত এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি মো: মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান নিয়াজ (দৈনিক সংগ্রাম), অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি (বাংলাদেশ বুলেটিন), কার্যনির্বাহী সদস্য এইচ এম মইনুল ইসলাম (দৈনিক আমার সংবাদ ও ইটিভি) ও মেহেদী হাসান লিপন (দৈনিক ইত্তেফাক)। এ কমিটি আগামি এক বছরের জন্য প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)