নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সামনের রাস্তায় তালের আটি রোপণ ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আইডিইবির ঢাকার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদরীস আলী।
আইডিইবির যশোর জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইডিইবির যশোর জেলার সহসভাপতি এসএম আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর রুহুল আমিন, সদরের সভাপতি সৈয়দ আব্দুল মতিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।