নিজস্ব প্রতিবেদক : অবশেষে অভিযানে নেমেছে যশোর স্বাস্থ্য বিভাগ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম দিনে এক প্রতিষ্ঠানে এক হাজার টাকা জরিমানা এবং অপর দু’প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার বেলা সকাল ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল কুমার চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অপচিকিৎসা ও প্যাথলজি টেস্টের নামে রোগীর সাথে প্রতারণা করে আসছিলো শহরের মুজিব সড়কের পিস হাসপাতাল। বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের টিম ওই প্রতিষ্ঠানে গেলে বিভিন্ন অনিয়ম দেখতে পান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল কুমার চাকমা ওই প্রতিষ্ঠানের মালিক ডাক্তার মসলেম উদ্দীনকে ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, সকাল ১১ টায় প্রিন্স ও ওয়াসিম ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামে দু’প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার অনুপম দাস, অফিস সহকারী বিএম আখতারুজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।