ক্রীড়া প্রতিবেদক : জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যশোরে বুধবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা হয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে হয় এ প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ৩২ ছেলে ও ২৫ মেয়ে প্রতিযোগী (মোট ৫৭ জন) অংশ নেয়। নবীন সাঁতারুদের এ প্রতিযোগিতায় ইভেন্ট ছিলো ১২ টি। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলন রাজিবুল আলম। সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম। এসময় জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সম্পাদক লিন্টুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।