Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সরকারি কলেজে প্রভাষক হিসেবে মিলটনের রাজস্ব খাতে যোগদান

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ০১:৪১:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৬ বছরের অপেক্ষা ও নিরলস শিক্ষকতার পর অবশেষে রাজস্বখাতে সরকারি স্বীকৃতি পেলেন ঝিনাইদহের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক রকিবুল ইসলাম মিলটন। তিনি কলেজটির ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’ বিষয়ের প্রভাষক হিসেবে সরকারিভাবে যোগদান করেছেন। রকিবুল ইসলাম মিলটন ১৯৯৮ সালের ১ ডিসেম্বর অত্র কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সময় ধরে তিনি শিক্ষাদানের পাশাপাশি একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর এই দীর্ঘ ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সরকারিভাবে আত্তীকরণকে শিক্ষক সমাজের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তিনি কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের এক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম নুরুল ইসলাম যশোর সরকারি এম এম কলেজের দর্শন বিভাগের স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তাঁর মাতা মোছা. রোকেয়া খাতুন কালীগঞ্জ সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দীর্ঘ ৩৭ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক শিক্ষার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে রকিবুল ইসলাম মিলটন নিজেও শিক্ষকতা পেশায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সহধর্মিণী মোছা. তাহমিনা খাতুন বর্তমানে কালীগঞ্জ সরকারি সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। পরিবার ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সরকারি আত্তীকরণের খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। তাঁরা মনে করেন, এই স্বীকৃতি শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং নিষ্ঠাবান শিক্ষকতার মর্যাদার প্রতিফলন। এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে রকিবুল ইসলাম মিলটন বলেন, “শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। সরকারি স্বীকৃতি দায়িত্ববোধ ও কাজের উদ্দীপনাকে আরও বাড়িয়ে দেয়।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)