নিজস্ব প্রতিবেদক : যশোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনাসভা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, এক সময় তথ্য অধিকার বিষয়ে কেউ জানতো না। বর্তমানে ইন্টারনেটের যুগে তথ্য জানা অনেক সহজ হয়েছে। মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারে। তবে তথ্য দেয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তুষার কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেউাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সনাকের সদস্য ও সরকারি শহিদ মশিয়ূর রহমান কলেজের প্রভাষক ফারহানা হক প্রমুখ।