যশোর শিক্ষাবোর্ডের অডিট কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৯:১৫:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষাবোর্ডের অডিট অফিসার আব্দুল করীমের বিরুদ্ধে কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বোর্ড চেয়ারম্যানে কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মচারী ইউনিয়ন। রোববার দুপুরে অভিযোগটি জমা দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্ত কমিটির প্রতিবদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীব।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল করীম বোর্ডে যোগদানের পর থেকে কর্মচারীদের সাথে  দুর্ব্যবহার করে আসছেন। গত ২৭ সেপ্টেম্বর সাধারণ কর্মচারী আব্দুল জলিলেল স্ত্রীর অনূকুলে বরাদ্দকৃত পরীক্ষার খাতা পৌঁছে দেয়ার বিষয়কে কেন্দ্র করে তার সাথে দুর্ব্যবহার করেন ওই কর্মকর্তা। এ ছাড়া অফিসের সব কর্মচারীর সাথে তিনি সবসময় দুর্ব্যবহার করেন।  সবাই তার ব্যবহারে অতিষ্ট।