বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

স্মার্ট ফোনে আকৃষ্ট হয়ে ‘আনস্মার্ট’ হওয়া যাবে না : ডিসি, যশোর

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৭:৪৫:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে যশোরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার এসব কর্মসূচি পালন করা হয়। ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ছিল এসব আয়োজন। 

জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে এদিন দুপুরে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা লেখাপড়া শিখে নিজেকে জ্ঞানের এমন জায়গায় পৌঁছাবে; যাতে সবাই তোমাদের প্রতি আকৃষ্ট হয়। এজন্য নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে হবে। স্মার্ট ফোনে আকৃষ্ট হয়ে ‘আনস্মার্ট’ হওয়া যাবেনা। বরং লেখাপড়া শিখে নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির শিক্ষার্থী অথৈ মিত্র, জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রুদ্র রায়, কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিন্থিয়া জামান ফালগুনী প্রমুখ। আলোচনা সভা পরিচালনা  করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ ও শিরিনা খাতুন। 

এর আগে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। ‘আমরা শিশু, আমরা সুন্দর, এসো গাই জীবনের গান’Ñপরিবেশনের মধ্যদিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ।