নিজস্ব প্রতিবেদক : গত সেপ্টেম্বরে যশোর থেকে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এছাড়া প্রতারণার শিকার এই রকম ৯জনের মোট ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানিয়েছেন, গত মাসে অনেক ভুক্তভোগী তাদের মোবাইল ফোনসেট হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার ব্যাপারে থানায় জিডি করেন। ওই জিডি তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫০টি ফোনসেট উদ্ধার করে গত সোমবার মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভুলবসত বিকাশ বা নগদ নম্বরে চলে যাওয়া বা প্রতারণার শিকার হয়েছেন এমন নয়জনের মোট ১ লাখ ১৮ হাজার ৭৫ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়াও হ্যাকড হয়ে যাওয়া ২৩টি ফেসবুক আইডি, ২টি ইমো আইডি, ২টি টিকটক আইডি এবং ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে।