নিজস্ব প্রতিবেদক : প্রবাসী স্বামীকে লটারী পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে স্ত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরের ডিবি ভোলা থেকে মিরাজ (২৪) নামে এক যুবককে আটক করেছে। সে ভোলার বোরহানউদ্দিন থানার ফুলকাচিয়া গ্রামের ইয়াসিন পাটোয়ারীর ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, যশোরের ঝিকরগাছার কল্পনা আক্তার নামে এক গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী। স্বামীকে মালয়েশিয়ায় লটারী পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মিরাজ যোগাযোগ করে। তার কথায় বিশ্বাস স্থাপন করে কল্পনা ২০২২ সালের ১৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মোট ৭ লাখ ৪৪ হাজার ৬শ’ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেয়ার পর মোবাইল ফোনসেট বন্ধ করে দেয় মিরাজ। ফলে কল্পনা তার সাথে যোগাযোগ করতে পারেন না। পরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি ঝিকরগাছা থানায় গত রোববার একটি মামলা করেন। এই মামলা তদন্ত করে ডিবি পুলিশ। ডিবি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোলা থেকে মিরাজকে আটক করে। তার কাছ থেকে প্রতারণা করে নেয়ার এক লাখ টাকা উদ্ধার করা হয়। একই সাথে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। আটক মিরাজকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।