Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদা ইউনিয়নে নারী সমাবেশ

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ০৯:২৬:৫২ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জনসচেতনতামূলক নারী সমাবেশ দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ইউনিয়ন হল রুমে অনুষ্ঠিতহয়।

নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা  উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।

অতিথিরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে  সরকারের অর্জিত  সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, মানবপাচার, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রমজান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়নের সদস্যসহ প্রায় ১৭০জন নারী।  

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)