অস্ত্র মামলায় সন্ত্রাসী আশানুরের ১০ বছর সশ্রম কারাদণ্ড

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৯:২৯:৩৮ এম

 

নিজস্ব প্রতিবেদক: অস্ত্র মামলায় বেনাপোলের সন্ত্রাসী আশানুর রহমানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন। আসানুর বেনাপোলের পুটখালী গ্রামের হবিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

 মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ১১ এপ্রিল সন্ধ্যার পর সন্দেহভাজন হিসেবে আসানুর আটক করে বেনাপোল পুটখালী উত্তরপাড়ার স্থানীয়রা । এ সময় তার কোমর থেকে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করে তারা। একপর্যায়ে আটক আশানুর রহমানকে গণপিটুনি দিয়ে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর  দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা আটক আশানুরকে অস্ত্রসহ সোপর্দ করে। এ ঘটনায় এসআই মহাসিন হাওলাদার আটক আশানুরের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে আটক আশানুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে আসামি আশানুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।