কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকাসহ ২শ’ আটন (বিশেষ ভাবে তৈরি খাঁচা) জব্দ করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) ভোর ৪ টার দিকে কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার পানখালী গ্রামের জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইরা। খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার নির্মল কুমার মন্ডল বলেন, এর আগে পুষ্পকাটি অভয়ারণ্যে এলাকায় অভিযান চালিয়ে ৭ টি নৌকাসহ ৬শ’ পিস আটন জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।