কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: সোমবার বেলা ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। বক্তব্য রাখেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, পৌর কলেজের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র, পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার, সাংবাদিক কামাল হাওলাদার, পৌর প্যানেল মেয়র জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আলী মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন প্রমুখ।