দ্বিতীয় ধাপে শার্শা ঝিকরগাছা ও চৌগাছায় ভোট ২১ মে

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৯:৪০:৫৭ এম

 

স্পন্দন ডেস্ক: দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। এই ধাপে আগামী ২১ মে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাসহ ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী, কুষ্টিয়া জেলার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; চুয়াডাঙ্গা জেলার সদর ও আলমডাঙ্গা; ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু ও শৈলকুপা; যশোর জেলার শার্শা ঝিকরগাছা ও চৌগাছা, মাগুরা জেলার শালিখা ও মহম্মদপুর; নড়াইল জেলার সদর ও লোহাগড়া; বাগেরহাট জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরা জেলার তালা, দেবহাটা ও আশাশুনি উপজেলায় ২১ মে ভোটগ্রহন করা হবে।