Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলা থেকে মধু আহরণে ৪  শতাধিক মৌয়াল সুন্দরবনে

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৪:০০:১০ এম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে মধু সংগ্রহে যাত্রা করেছে ৪ শতাধিক মৌয়াল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় শরণখোলা রেঞ্জ স্টেশন থেকে মৌয়ালদের ৩৮টি নৌকার বহর সুন্দরবন যাত্রা করেছে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) নজরুল ইসলাম জানান, প্রথম দিন ৩৮টি নৌকায় পাস দেয়া হয়েছে। প্রত্যেক নৌকায় ১২ থেকে ১২৫ জন করে মৌয়াল রয়েছেন।  সোমবার (১এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বন বিভাগের প্রহরায় নৌকার   বহর বনে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান বলেন, প্রথম দিন ৩৮টি নৌকার একটি বহর বন বিভাগের তত্ত্বাবধানে বনে পাঠানো   হয়েছে। বহরে ৪০০ মৌয়াল রয়েছে।

তিনি জানান,  মুধ আহরণে ৯টি নির্দেশনা দিয়ে তাদের  ১৪ দিনের পাস দেয়া হয়েছে। এ বছর ৬০০ কুইন্টাল মধু ও ২০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)