Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে  বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ০৯:৫৬:৩২ এম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজন করেন। উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন -উন্নয়ন, আইডিয়াল, উন্নয়ন প্রচেষ্টা ও বারসিক সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার রনি আলম নূর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  হান্নান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা একাডেমী সুপারভাইজার  হাসানুজ্জামান। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল এর চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়, উন্নয়ন পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমন্বয়কারী সাইদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার  মোস্তাফিজুর রহমান, বারসিক সংস্থার জেলা সমন্বয়কারী মাছুম বিল্লাহসহ অটিজম শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভিক্ষুক নিরসনে একজন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ১টি ভ্যান বিতরণ করা হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য (এককালীন ব্যক্তিক অনুদান) ৪৮ জনকে ১ লাখ ২৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)