নিজস্ব প্রতিবেদক: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে যশোরে র্যালি হয়েছে। রোববার সকালে কালক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়। ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে র্যালির আয়োজন করে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। কালেক্টরেট চত্বর থেকে র্যালি শুরু হয়ে পলিটেকনিট ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান প্রমুখ।