যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনী কার্যক্রম শুরু

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৯:৫৩:৩৭ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনে বিকেল ৪ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  মোট ভোটার ৪০ জন। তাছাড়া ২ জন পর্যবেক্ষক আছেন। প্রধান নির্বাচন কমিশনার শরিফুল ইসলাম সরু চৌধুরী এ তথ্য দেন। খসরা ভোটার তালিকার ওপর আপত্তি  আজ ১০ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, নিষ্পত্তি ১১ মে ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ মে বিকেল ৪ টায়। মনোনয়নপত্র বিক্রি ১৩ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, দাখিল ১৪ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, বাছাই ও খসড়া প্রার্থীতা তালিকা প্রকাশ ১৫ মে, আপত্তি ১৬ মে এবং প্রত্যাহার ১৭ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ মে সন্ধ্যা সাড়ে ৬ টায়। মোট ১৩ টি পদে চার বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল কার্যক্রম হবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) অস্থায়ী কার্যালয়ে।  নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। প্রেসক্লাব যশোরে অডিটেরিয়ামে দুপুর ৩ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।