Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত 

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:৪৮:১৪ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি ও কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী আরআরএফ ও পিকেএসএফ এর যৌথ আয়োজনে সাইকেল র‌্যালি ও কিশোর-কিশোরীদের কে নিয়ে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৈশোর কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাজী আজহার আলী কলেজের সহকারী অধ্যাপক প্রনয় কুমার ঘোষ, সহকারী অধ্যাপক হালিম শেখ, ফলতিতা শশধর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মজুমদার, ধনপোতা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম শেখ, বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, সহকারী শিক্ষক আসর আলীসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন আরআরএফের শাখা ব্যবস্থাপক হিরেন্দ্রনাথ তরফদার ও প্রোগ্রাম অফিসার ইনচার্জ লাতিফা আক্তার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)