Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় মাঠ দিবস অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১১:৩৮:৫১ এম

 

মাগুরা প্রতিনিধি :  মাগুরায় চলতি রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদে পনি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এডাব্লডি ব্যবহারের প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদরের মঘি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (সার্ভিলেন্স এন্ড ফোরকাস্টিং) হাসান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিল পিএসও ঢাকা সাজ্জাদুর রহমান, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বিষ্ণুপদ সাহা, বিনা বৈজ্ঞানীক কর্মকর্তা আসাদুল্লাহ হিমেল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনা হেনা, কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ। মাঠ দিবসে জানানো হয়, এ ডাব্লডি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ক্ষেতে সেচ কাজে কম পানির ব্যবহার নিশ্চিত করা যায়। যার ফলে পানি সাশ্রয়ের পাশাপাশি কৃষকের সেচ খরচও কমে আসে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)