ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে, প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সাম্যের বাংলাদেশ গড়ার। শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আবজাল হোসেন খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এফএম গোলাম সরোয়ার, ড. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান সোহাগ, খান আরাফাত প্রমুখ।
প্রসঙ্গত, মোহাম্মদ আলি আজগার লবি ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। তার পিতা মৃত এএইচএম আলী হাফেজ। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পরিবার পরিজন নিয়ে তিনি (বর্তমান) ঢাকায় বসবাস করেন।