নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কোনো অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দিয়ে, অরাজনৈতিক সরকার আসতে দেয়ার সুযোগ নেই। নির্বাচন দিতেই হবে, দেশ ও জনগণের প্রয়োজনে নির্বাচন আদায় করে নিতে হবে। গণতান্ত্রিক সরকারের জন্য দীর্ঘ ১৭ বছরের অনেক ত্যাগ স্বীকার করেছি। তাই কোন অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই।
শনিবার যশোর নগর মহিলা দলের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পৃথকস দুটি নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যে সরকার জনগণের মতামতের ভিত্তিতে গঠিত হবে। সেই সরকার দেশ ও জনগণকে নিরাপদে রাখবে। জনগণের সেই প্রত্যাশিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করেছে। কিন্তু গণতান্ত্রিক যাত্রাকে ব্যহত করতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। যাতে করে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা আবার ফিরে আসতে পারে। আমাদের শপথ নিতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাদের দোষরা দেশকে যে নরকে পরিণত করেছিল, তাদেরকে আর কোনদিন ফিরে আসতে দেওয়া যাবে না। কোন বহিঃশত্রুর বিচারণ করতে দেওয়া যাবে না। সকলে ঐক্যবদ্ধ থাকলে জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার শক্তি কারও নেই। বিএনপি সার্বক্ষণ দেশ ও জনগণের পাশে আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে।
তিনি বলেন নারী সমাজের উন্নয়নে সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেয়ে সেটিকে প্রসারিত করেছিলেন। আগামীতে বিএনপি জনগণের ভোটে আবারও দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের জন্য চলমান কর্মসূচি বৃদ্ধি করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর জনগণ শেখ হাসিনা ও তার দোসরদের দেশ ছাড়তে বাধ্য করেছে। আমাদের শক্তি জনগণ, সেই জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী সকল অপশক্তিতে রুখে দেব ইনশাল্লাহ।
পৃথক দুটি সমাবেশে প্রধান বক্তৃতার বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপি নিরবিচ্ছিন্ন ভাবে আন্দোলন করেছে, যা অন্য কোন রাজনৈতিক দল করেনি। তারা কখনো আন্দোলন করেছে, কখনো বিশ্রাম নিয়েছে। আবার কখনো কৌশলের অংশের হিসেবে আওয়ামী লীগের সাথে মিলে মিশে চলেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে মহিলারা শক্তির আধার ছিলেন। আজকে যে পরিবর্তন এর পেছনে পুরুষের সাথে নারীদের অবদান রয়েছে। তাই আগামীর বাংলাদেশ কি ভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত পুরুষের পাশাপাশি নারীদেরকেও নিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন প্রমুখ। ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত সমাবেশে সাবেক নারী নেত্রী সাহিদা আক্তার সভাপতিত্ব এবং জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু পরিচালনা করেন। ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বকচর হুশতলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী ডা সালমা ফারিয়া এবং পরিচালনা করেন জেলা মহিলা দল নেত্রী অ্যাড. মিলুদা পারভীন।