যশোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৭:০৬:৪৬ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপশহর নিউমার্কেটে শিশু হসপিটালে ক্যাম্পেইনটির উদ্বোধন হয়।

শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহিন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, এমওসিএস ডা.রেহেনেওয়াজ রনি প্রমুখ।

 ডা. নাজমুস সাদিক রাসেল জানান,  যশোর জেলায় ২ হাজার ২৯৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ১০টি, অস্থায়ী কেন্দ্র ২ হাজার ২৬৫ টি ও অতিরিক্ত কেন্দ্র ৩১টি। কেন্দ্রগুলোতে  ৫ হাজার ৫৫৮ কর্মী দায়িত্ব পালন করেন।

তিনি আরও জানান, এবার জেলায় ৩ লাখ ৩১ হাজার ৮৪৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল এখোনো পৌঁছায়নি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন। 

এদিকে, বেলা সাড়ে ১১টায় যশোর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু। এ সময় পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।