ক্রীড়া প্রতিবেদক: সদ্য সমাপ্ত শেখ কামাল ৩৮ তম জাতীয় জুনিয়র এথলেটিকস প্রতিযোগিতায় যশোর ৫ টি পদক পেয়েছে। পদকপ্রাপ্ত এথলেটরা রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পদকপ্রাপ্তরা-চয়ন বিশ^াস ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় (রৌপ্য) ও লং জাম্পে দ্বিতীয় (রৌপ্য), ইমরান গাজী বর্ষা নিক্ষেপে দ্বিতীয় (৪৯.৯২ মিটার) (রৌপ্য), সামিয়া খাতুন কিশোরী বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় (ব্রোঞ্জ) এবং ঐশি দাস ৪০০ মিটার স্প্রিন্টে তৃতীয় (ব্রোঞ্জ) হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীনের সাথেও সাক্ষাত করেন পদকপ্রাপ্তরা। এসময় সাথে ছিলেন প্রশিক্ষক নিবাস হালদার। তিনি বলেন, জেলা প্রশাসক এ সাফল্যে খুশি। সামনে ভালো করতে এথলেটদের আরও অনুশীলন করতে পরামর্শ দেন তিনি। পাশাপাশি এথলেটিকসের জন্য সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন এ কর্মকর্তা। উল্লেখ্য, গত ২৪ থেকে ২৬ মে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয় এবারের জাতীয় এ আসর। প্রতিযোগিতায় ৪৮ টি জেলা ও বিকেএসপি অংশ নেয়।