ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজ ল্যাবে স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আয়োজনে বিশ্ব ব্যাংক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রশিক্ষণে ৪৮তম ওই ব্যাচে বাগেরহাট জেলার ৯ কলেজের ৩০ শিক্ষক অংশগ্রহণ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত প্রশিক্ষণে শিক্ষকদের আইসিটি বিষয়ে বেসিক ধারণা প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. শিউলি রানী সুত্রধর। সভাপতিত্ব করেন প্রফুল্ল চন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিমুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।