ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে এজাজ আহমেদ এবং ভাইস চেয়ারম্যান পদে গোবিন্দ ঘোষ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীনা পারভীন রুমা বিজয়ী হয়েছেন। রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১০৮ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর রাত সাড়ে ৮ টার দিকে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ৫১৯ ভোট পেয়ে এজাজ আহমেদ আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪১৫ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে আজগর বিশ্বাস তারা পেয়েছেন ২৬ হাজার ২৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নতুন মুখ গোবিন্দ ঘোষ ৫২ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতীকে অভিজিত বিশ্বাস অভির প্রাপ্ত ভোট ৩৫ হাজার ১৬৮ এবং চশমা প্রতীকে শেখ শাহিনুর রহমান শাহিন পেয়েছেন ২৫ হাজার ৫১৪ ভোট ও টিয়াপাখি প্রতীকে গাজী আবদুল হালিম পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে শারমিনা পারভীন ৫৫ হাজার ৮৩৫ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বল প্রতীকে শিলা রানী মন্ডল পেয়েছেন ৫১ হাজার ১৫৫ ভোট ও শোভা রানী হালদার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৮৭ ভোট। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৭৩ হাজার ১১৪জন। প্রদত্ত ভোটের শতকরা হার ৫০.৯০ ভাগ। বাতিলকৃত ভোটের সংখ্যা চেয়ারম্যান পদে ২ হাজার ৮০৯ ভোট, ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার ৭৮৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ হাজার ৪৬ ভোট।