Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

এখন সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:৪৯:৪৪ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও  মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রথম কার্যদিবসে উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার হাজার হাজার মানুষের দুপুরে খাবারের ব্যবস্থা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)