Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় চালককে অজ্ঞান করে ভ্যান ছিনতাই, আটক ১

এখন সময়: সোমবার, ২০ জানুয়ারি , ২০২৫, ০৯:০১:২১ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ভ্যান চালককে পাট ক্ষেতের ভিতর নিয়ে গলায় রশি পেচিয়ে অজ্ঞান করে মোটর চালিত ভ্যান নিয়ে পালিয়েছে রবিউল গাজী (৩৫)। সে উপজেলার মামুদকাটি গ্রামের বাছের গাজীর ছেলে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার মামুদকাটি গ্রামে ঘটেছে। পুলিশ ওই রাতেই ভ্যানসহ রবিউল গাজীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সঞ্জীত কুমার বিশ্বাস জানান, বুধবার দুপুরে উপজেলার মামুদকাটি গ্রামের বাছের গাজীর ছেলে রবিউল গাজী (৩৫) একই এলাকা আনন্দ বিশ্বাসের ছেলে ভ্যান চালক ষষ্ঠী বিশ্বাস (৩০) কে আম আনার কথা বলে ভ্যানটি ভাড়া করে। পথিমধ্যে সলুয়া পানির ফিল্টারের নিকট আসলে ষষ্ঠী বিশ্বাসকে দাঁড়াতে বলে তাকে ধরে পাট ক্ষেতে নিয়ে ভ্যানের চাবী চায়। সে চাবি দিতে অস্বীকার করলে তার হাতে থাকা নাইলনের রশি দিয়ে ভ্যান চালকের গলায় পেচিয়ে তাকে অজ্ঞান করে চাবী নিয়ে পালিয়ে যায়। প্রায় ১ ঘন্টা পরে তার জ্ঞান ফিরলে পাশের বাড়ি এসে ঘটনাটি বললে তাৎক্ষনিক তারা পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পরে তার পরিবারের লোকজন পাইকগাছা থানাকে জানান। থানা পুলিশ ওই রাতেই উপজেলার হরিঢালী ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকা থেকে ভ্যানসহ রবিউলকে গ্রেফতার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আসামিকে গ্রেফতার করে বুধবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)