ডিহি (শার্শা) প্রতিনিধি : যশোরের শার্শার ডিহি ইউনিয়নের বেলতা গ্রামে বিষধর সাপের কামড়ে ফুরকান হোসেন (১৪) নামে এক মাদ্রাসার হেফজ পড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে এ করুণ মৃত্যুর ঘটনাটি ঘটে।
মৃত্যুর শিকার এই কিশোর ইউনিয়নের টেংরালী গ্রামের দিন মজুর আলমগীর হোসেনের বড় সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কিশোর ফুরকান হোসেন (১৪) ইউনিয়নের বেলতা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে ভাঙ্গা ইটের খোয়ার উপর বসে মোবাইল দেখা অবস্থায় খোয়ার মধ্যে লুকিয়ে থাকা অজানা বিষধর সাপে কামড়ায়। সাপে কামড়ানোর প্রায় ঘন্টা পরে ছেলেটির শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হলে সে তার ফুফু বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরে তার ফুফু বাড়ির লোকজন তাকে স্থানীয় বিভিন্ন ওঝা কবিরাজ দেখায়। এমন ওঝার ঝাঁড় ফুঁক অবস্থায় বিকাল ৬ টার দিকে তার মুখ দিয়ে গেজলা বের হলে স্থানীয় পল্লী চিকিৎসক হাতের পালস দেখে মৃত্যু নিশ্চিত করেন। পরে কিশোরের মরদেহ নিজ বাড়ি টেংরালী গ্রামে নেয়া হয়। সেখানে লোকজনের জীবিত সন্দেহ হওয়ায় দ্রæত তাকে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে এ করুন মৃত্যুর ঘটনায় গ্রামটিসহ আশপাশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ডিহি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মেম্বার রেজাউল ইসলাম মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাত সাড়ে নয় টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরটির মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা ছিল ।