Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনকে সংবর্ধনা

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৩৯:০৬ এম

 

দাকোপ প্রতিনিধি: দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেনকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়ের সভাপতিত্বে শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, নিরাপদ মন্ডল, নিশিকান্ত গোলদার, সুকল্যান সরকার, পংকজ কুমার রায়, আকবর হোসেন, ডা. নারায়ন মন্ডল, চররঞ্জন মন্ডল, আকিজ উদ্দিন গাজী, মুজিবর মিস্ত্রি, মুরারী মোহন গাইন, শংকর কুমার মন্ডল, রুহুল আমিন গাজী, বিমল কৃষ্ণ রায়, নিরাঞ্জন কুমার পাইক, ইউসুফ আলী সানা প্রমুখ।

উল্লেখ্য. শেখ আবুল হোসেন গত ৫ জুন নির্বাচনে তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)