নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে ১ম পত্রের পরীক্ষায় ৭৫৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া নকল করার দায়ে বৃহস্পতিবার ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ড সূত্র জানিয়েছে, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাব বিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় ৪৫ হাজার ৪৯৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪৪ হাজার ৭৩৮। অনুপস্থিত ছিল ৭৫৫ জন। নকল করার দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ৭ হাজার ৭০৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৭ হাজার ৬১৪। অনুপস্থিত ছিল ৮৯ পরীক্ষার্থী। নকল করার দায়ে সরকারি সিটি কলেজ থেকে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরায় ৪০০১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৩৯১৯ জন। অনুপস্থিত ছিল ৮২ পরীক্ষার্থী। নকল করার দায়ে সাতক্ষীরা মহিলা কলেজ কেন্দ্র থেকে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া খুলনায় ১৫৩, বাগেরহাটে ৬৩ কুষ্টিয়ায় ১১৮, চুয়াডাঙ্গায় ৬৫, মেহেরপুরে ২৫, নড়াইল ৩৬, ঝিনাইদহ ৮৩ ও মাগুরায় ৪১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।