কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সাবেক এমপি আব্দুল মান্নানের স্মরণসভা হয়েছে। শনিবার বিকালে শহরের ভূষণ রোডে ঈদগাহ মাঠে ছিল এই আয়োজন। এ ছাড়া এদিন এমপি আনার হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে শহরে একটি র্যালি বের হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, এমপি আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শাহিনের মতো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও আরেক মাস্টার মাইন্ড। তার সহযোগীরা এখন ঘোলা পানিতে মাছ শিকার করছে। স্মরণ সভায় কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, আমরা উপজেলা আওয়ামী লীগের দুই প্রাণপ্রিয় নেতাকে হারিয়ে ফেলেছি। তাদের মধ্যে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের আজ ৩য় মৃত্যুবার্ষিকী। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। যুবলীগ নেতা কবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, ভাইচ চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল, সাবেক ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের, কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।