Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে দিনভর কাটাবিরোধী আন্দোলন, হামলার অভিযোগ

এখন সময়: সোমবার, ২৪ মার্চ , ২০২৫, ০৫:০১:৩১ এম

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার যশোরে দিনভর বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবরোধ করেছে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এর মধ্যে যশোর কালেক্টরেট চত্বরে তাদের ওপর হামলার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা তাদের উপর এই হামলা চালান বলে অভিযোগ। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে যশোর কালেক্টরেট চত্বরে এ হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা পানি পান করার জন্য ডিসি অফিস চত্বরে টিউবওয়েলে যায়। এ সময় যশোর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার বাঁশের লাঠি দিয়ে চার-পাঁচ জন শিক্ষার্থীকে মারপিট করে। হামলায় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা পালিয়ে যায়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তারা মিছিল নিয়ে চাঁচড়া এলাকায় গিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে। এর আগে কোটা সংস্কারের এক দফা দাবি এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় খুলনা-যশোর মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- ইত্যাদি স্লোগান দেন। তাদের এই আন্দোলনে কিছু সাধারণ মানুষকেও একাত্মতা প্রকাশ করে স্লোগান দিতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানায়, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন তারা। একইসঙ্গে সব ধরনের কোটার সংস্কার চায়। স্কুল, কলেজ, চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দেয়ার দাবি তাদের। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ফলে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। একইসঙ্গে শান্তিপূর্ণভাবে চলতে থাকা একটি আন্দোলনের ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হামলা করে তাদের রক্তাক্ত করেছে, যা গণতান্ত্রিক আন্দোলনের অন্তরায় ও নিন্দনীয় অপরাধ। তারা এর সুষ্ঠু বিচার চায়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিক্ষোভকারী শিক্ষার্থীদের কথা শোনেন। বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)