প্রেসবিজ্ঞপ্তি: শোকাবহ আগস্ট-২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান।
বৃহস্পতিবার যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। চিকিৎসাজনিত কারণে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিগত কয়েক বছর যাবৎ আগস্ট মাসের প্রথম দিনে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করে যবিপ্রবি।
যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমানসহ অন্যরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহিদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অব্যাহত শিক্ষা ও গবেষণার উন্নয়ন-অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব মাওলানা সামিউল আলম নওয়াব। পরে যবিপ্রবির উাপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমান সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন।
এদিকে শোকাবহ আগস্ট-২০২৪ উপলক্ষে আগামী ১৫ আগস্ট সূর্যোদয়ক্ষণে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া ওই দিন বাদ জোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে। শোকাবহ আগস্ট ২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকার কর্তৃক ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে যবিপ্রবিতেও শোকাবহ আগস্টের কর্মসূচি পালিত হবে।
জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও ড. মো. মেহেদী হাসান, ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রভোস্ট অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম, ড. নাজনীন নাহার ও ড. সেলিনা আক্তার, পরিচালক (প.উ.পূ.) পরিতোষ কুমার বিশ^াস, শোকাবহ আগস্ট পালন সংক্রান্ত কমিটির সদস্য সচিব ডা. দীপক কুমার মন্ডল প্রমুখ।