কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকল অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।