কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পাল্টাপাল্টি হামলায় উপজেলা আওয়ামী লীগের দুটি কার্যালয় ও বিএনপি অফিসে ভাঙচুরসহ অগ্নিসংযোগ হয়েছে। রোববার কালিগঞ্জ শহরের এ ঘটনা ঘটে। পাশাপাশি এদিন এমপি আনারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ৭/৮টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা।
এদিন বিকেল সাড়ে তিনটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও জনতা শহরের জড়ো হয়ে মিছিল শুরু করেন। এ সময় তারা শহরের বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার ভাঙচুরসহ অগ্নিসংযোগ চালান। এ খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা তাদের প্রতিরোধ করতে এগিয়ে যায়। এ সময় ধাওয়া-পাল্টার একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের ভূষণ রোডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী হামলায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও ৭/৮ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর তারা শহরের কোটচাঁদপুর রোডে আওয়ামী লীগের আরো অফিস একটি অফিসে ভাঙচুর করে। প্রায় ঘন্টাব্যাপী হামলার ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। এ সময় কালীগঞ্জ শহরে ধান হাটায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থেমে থেমে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, ছাত্রদের সাথে বিএনপি ও জামায়াত এক হয়ে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে। দোষীদের আটকের দাবি জানাই।
এমপি আনারের মেয়ে ডরিন জানান, বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা তাদের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও গুলি চালায়। বাসার নিচে অফিসে অগ্নিসংযোগ করেছে।
এদিকে, আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনায় থানা পুলিশ ও কালিগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন দিলেও ঘটনাস্থলে যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, পুলিশ না আসায় তারা ঘটনাস্থলে যেতে পারেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে হামলা ও পাল্টা হামলার ঘটনা চলছিল। বোমা বিষ্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।