কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা, সহিংসতা, হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি বন্ধ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা কালিগঞ্জ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে ফুলতলা মোড় গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিত সরকার, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীত কুমার সেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বরুন ঘোষ, ইলা দেবি মল্লিক, গোপিরঞ্জন অধিকারী, ছাত্র প্রতিনিধি প্রদিপ ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন শাখার সভাপতি অশোক, বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র, কুশুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চন্দ্র, নির্যাতনের শিকার পূর্ব নারায়নপুরের গ্রামের লিপিকা সরকার ও কৃষ্ণনগর গ্রামের সুশান্ত ঘোষ প্রমুখ।