Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময়

এখন সময়: বুধবার, ২৫ জুন , ২০২৫, ০১:১৮:২৭ পিএম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : সরকার পরিবর্তনের পর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন ২৮ পদাতিক বরিশাল সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির চত্বরে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারণ সম্পাদক সুমন ধর, হিন্দু, বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহন পাল, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।

মতবিনিময়ে বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তনের পর বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এখন ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরো বলেন, কেউ যদি অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল, চাঁদাবাজি বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।’

এছাড়াও এদিন কর্মকর্তারা বিভিন্ন মন্দিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)