কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন (২৩) নামে এক চোরাকারবারী আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাজপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তি রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের ও এনসিও নায়েক হরমুজ অভিযান চালিয়ে ইমনকে আটক করেন। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১২ কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ইমন তার বিরুদ্ধে কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।