প্রেসবিজ্ঞপ্তি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। ইউনিয়নের কার্যনিবাহী কমিটি এবং সকল সদস্যদের পক্ষে সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদ শোকবার্তা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বৈষম্যের শিকার নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ে সম্মুখভাগের সাহসী সাংবাদিক নেতা ছিলেন প্রয়াত রুহুল আমিন গাজী।
অপরদিকে, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় জেইউজের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ নির্বাহী কমিটির নেতারা বলেন, ‘রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো।