মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মো: আহাদ আলী ও সুমন শেখ নামের দুইজন ছাত্র শহিদ হয়। আহাদ ও সুমনের পিতা বাদী হয়ে মহম্মদপুর থানায় পৃথক পৃথক দুইটি হত্যা মমলা করেন। এঘটনায় নিহতের ৫৬ দিন পর সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পোস্টমর্টেমের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
জানা যায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার বালিদিয়া গ্রামের শহিদ সুমনের পিতা কান্নুর রহমান বাদি হয়ে ১৫ আগস্ট মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নম্বর ৪। এ মামলায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নানসহ ১৭২ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫শ থেকে ৬শ।
কিছুদিন পর ২১ আগস্ট মহম্মদপুর গ্রামের ডাকবাংলো সংলগ্ন শহিদ আহাদ হত্যা মামলায় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারকে আসামি করে আহাদের চাচা ইউপি সদস্য মো:ইয়াকুব আলী বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। ৭শ থেকে ৮শ নেতা কর্মীকে এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত দু’ছাত্রের ময়না তদন্ত ছাড়ায় ওই সময় লাশ দাফন করা হয়।
মামলার ৫৬ দিন পর পোস্টমর্টেমের জন্য পূর্বনারায়নপুর গোরস্থান থেকে শহিদ ছাত্র আহাদের লাশ উত্তোলন করা হয়েছে। পরে বালিদিয়া গ্রামে গিয়ে সুমনের লাশ উত্তোলনের সময় তার পরিবার অসম্মতি জানান। সুমনের পরিবারের অসম্মতিতে লাশ উত্তোলন করেননি সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজাহিদুল ইসলাম।
ওসি ঠাকুর দাস মন্ডল জানান, মামলা তদন্তের জন্য পোস্টমর্টেম করার লক্ষ্যে শহিদ মো: আহাদের লাশ উত্তোলন করা হয়েছে।