উৎপল বিশ্বাস, নেহালপুর : পানি সরানোর দাবিতে মণিরামপুরের মশিয়াহাটীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে অংশ নেন মশিয়াহাটী ডিগ্রি কলেজ, মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়, কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১ টায় মশিয়াহাটী-নওয়াপাড়া সড়কে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে মশিয়াহাটী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনিশান্ত মন্ডল তার বক্তব্যে আমডাঙ্গা খাল দ্রুত সংস্কার ও সেচ পাম্প সক্রিয় করে দ্রুত পানি নিষ্কাশন ও টিআরএম চালুসহ স্থায়ী সমাধান করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে আছে, ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। এখন জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। গত কয়েকদিনের দুই দফা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভবদহ এলাকার কয়েকশ’ গ্রাম। বন্ধ আছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বাকীগুলোও কোনো রকম চলছে। ভেসে গেছে মৎস্য খামার, ফসল, খেলার মাঠ, রাস্তা, বসতি ও উপাসনালয়। ক্ষতি হয়েছে শত শত কোটি টাকার।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ মল্লিক, কুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী মন্ডলসহ চার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।