বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় স্বর্গীয় মুকুল সরকার স্মৃতি আন্তঃ এগারোখান ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান অঞ্চলের বাকড়ী গোচর মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন মুকুল সরকারের সন্তান প্রাপ্তি সরকার। এগারোখান অঞ্চলে ৮টি গ্রামের ফুটবল একাদশ এ খেলায় অংশগ্রহণ করবে।
খেলায় মালিয়াট ফুটবল একাদশ ও কমলাপুর ফ্রেন্ডস একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় শেষে পর্যন্ত টাইব্রেকারে ৪-২গোলে বিজয়ী হয় মালিয়াট ফুটবল একাদশ। আজ অংশগ্রহণ করবেন গুয়াকোল ফুটবল একাদশ ও ঘোড়ানাছ ফুটবল একাদশ। শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীর পরের দিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
স্বর্গীয় মুকুল সরকার এ অঞ্চলের কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক ও থ্রী-স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও সৎ বিনয়ী এ ক্রীড়ামোদী মানুষটি যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের সহকারি অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ২৯ডিসেম্বার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোক গমণ করেন এ ফুটবলার। মুকুল সরকারের দুই সন্তান পরাগ সরকার (১৫) এসএসসি পরীক্ষার্থী, প্রাপ্তি সরকার (৯)তৃতীয় শ্রেণীতে অধ্যায়ন করে। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।