প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার সকাল ১০টায় নাট্যকলা সংসদ যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর এবং সংগঠনের সুযোগ্য সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এর ৪৮তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা এবং তার সাহিত্য কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট কবি আমিরুল ইসলাম রন্টু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কবি ডা. আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও কবি মোহাম্মদ আবদুল খালেক, ডা. মোকাররম হোসেন, অ্যাড. কবি জি এম মূছা, কবি ও সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
সংগঠনে যুগ্ম সম্পাদক কবি এম এ কাসেম অমিয় এর সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনা করেন কবি শাহরিয়ার সোহেল, এম. এন. এস তুর্কী, শরিফুল আলম, কাজী নূর, আহমেদ মাহবুব ফারুক, রশিদ শিমুল, রবিউল হাসনাত সজল, সীমান্ত বসু,
শরীফ হোসেন ধীমান, রেজাউল করিম রোমেল, এড.মাহমুদা খানম, সানজিদা ফেরদৌস প্রমুখ।